ডেস্ক রিপোর্ট।।
জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ২ টার দিকে শহরের চিত্রা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর জখম রেজাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শহরের চিত্রা পাড়ায় ভাড়া বাসাতে থাকতো জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা। রাতে দলীয় কাজ শেষ করে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা এক সাথেই বাসায় ফিরছিলেন। তারা দুইজন বাসার সামনে আসলে ৬ থেকে ৭ জন এসে প্রথমে রেজাকে উপর্যুপুরী কোপাতে থাকে। এসময় রাজা এগিয়ে আসলে তার উপরও হামলা চালায় দূর্বৃত্তরা।
পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।




















