নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে অসুস্থতার (বমি করে) অজুহাতে বাস যাত্রী সেলিম রেজার কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় প্রতারক লিটন মিয়াকে (৩৫) আটক করেছে স্থানীয়রা। এসময় তার সহযোগী দুই ছিনতাইকারী ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
শনিবার দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক লিটন ময়মনসিংহের কোতোয়ালি থানার পাটগুদাম এলাকার দুলাল হোসেনের ছেলে। বাসযাত্রী সেলিম রেজা সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেজনি এলাকার বাসিন্দা। তিনি ঠিকাদারি পেশায় নিয়োজিত।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, ঠিকাদার সেলিম রেজা ভেকু ভাড়া করার জন্য ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় যান। সেখান থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসযোগে তার গন্তব্যে রওনা হন। তার সিটের পাশেই ছিনতাইকারী লিটন মিয়া ও তার সহযোগীরা দাঁড়িয়ে ছিল।
ওসি আরও বলেন, বাসটি শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পৌঁছালে লিটন হঠাৎ বমি শুরু করে। তার সহযোগীরা সিটে বসে থাকা যাত্রী সেলিম রেজাকে উঠিয়ে প্রতারক লিটনকে বসতে দেয়। এসময় লিটনের অপর দুই সহযোগী ঠিকাদার সেলিম রেজার পকেট থেকে কৌশলে দেড় লাখ টাকা নিয়ে বাস থেকে নেমে পড়ে। টাকা নেয়ার বিষয়টি টের পেয়ে বাস থামিয়ে দৌড়ে তিনজনকে আটক করেন সেলিম রেজা ও বাসে থাকা যাত্রীরা।
এসময় লিটনের দুই সহযোগী ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত মহাসড়ক পার হয়ে আরেকটি বাসে উঠে পালিয়ে যায়। খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতারক লিটনকে আটক করে এবং তার কাছ থেকে ছিনতাইয়ের এক লাখ টাকা উদ্ধার করে। টাকার মালিক ঠিকাদার সেলিম রেজা বাদী হয়ে প্রতারক লিটনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।




















