ডেস্ক রিপোর্ট
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৫০০ বোতল ফেনসিডিলসহ হাফিজুর রহমান (৩১) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প ক্যাম্প অধিনায়ক (ভারপ্রাপ্ত) মুন্না বিশ্বাস এ তথ্য জানান।
আটক হাফিজুর একই জেলার চিরিরবন্দর উপজেলার মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে।
মুন্না বিশ্বাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাবর্তীপুরের মোস্তফাপুর ইউনিয়নের বেজাই বাজার এলাকা থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদকবিক্রেতা হাফিজুরকে আটক করা হয়।
এ ঘটনায় তার নামে মাদক নিয়ন্ত্রণ আইনে পার্বতীপুর থানায় মামলা দিয়ে দুপুরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




















