ডেস্ক রিপোর্ট।।
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯ম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোর করে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় দুই যুবক। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় দুই যুবক তারিফ ও আরমান। গতকাল বৃহস্পতিবার সকালে, কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের ঐ স্কুলছাত্রী প্রাইভেট পড়তে গেলে বখাটেরা তার পথ রোধ করে ওই দুই যুবক। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় মুখ চেপে জোরপূর্বক বিষ খাইয়ে দ্রুত পালিয়ে যায় তারা। পরে, সহপাঠী ও স্থানীয়দের সহযোগিতায় আহত ছাত্রীকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করে। পরে, অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনায় পরপরই মেয়েটির বাবা গত বৃহস্পতিবার কটিয়াদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পর গতরাতে অভিযান চালিয়ে তারিফ মিয়া ও আরমান মিয়াকে আটক করে পুলিশ।
এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মো. ইকবাল হায়াত।
বিষক্রিয়ায় গুরুতর আহত স্কুলছাত্রী কটিয়াদী উপজেলার বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে প্রতিদিন ভোরে কটিয়াদীর বিদ্যুৎ অফিসের সামনে প্রাইভেট পড়তে আসতো। স্থানীয় দুই বখাটে তারিফ মিয়া ও আরমান মিয়া দীর্ঘদিন ধরেই তাকে রাস্তাঘাটে উত্যক্ত করতো।
এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ।




















