সারাদেশ ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৩৭

দ্রুতই কাটবে শৈত্যপ্রবাহ বললেন আবহাওয়াবিধরা

ডেস্ক রিপোর্ট

দেশের বিভিন্ন স্থানে বইছে শৈত্যপ্রবাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষে চলমান শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেইসঙ্গে শীতের মৌসুমে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই তবে চলতি মাসের শেষের দিকে দেশের কোথাও কোথাও এক থেকে দুদিন বজ্রসহ ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার তথ্য পর্যালোচনা করে এসব পাওয়া গেছে

অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসেন গণমাধ্যমকে জানান, ফেব্রুয়ারি মাসে নদনদীর স্বাভাবিক প্রবাহ থাকবে এছাড়া শেষ দিকে ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরও আবহাওয়া পরিবর্তনের বিষয় তাই যেকোনো কিছু পরিবর্তন হতে পারে

প্রতি মাসের শুরুতেই মাসব্যাপী আবহাওয়া পর্যালোচনা করে পূর্বাভাস তৈরি করা হয় ফেব্রুয়ারি মাসের পূর্বাভাস জানতে আবহাওয়া অফিসে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে গত মাসের আবহাওয়ার পর্যালোচনায় বলা হয়েছে, জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে ৯৭ দশমিক সাত শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে

ফেব্রুয়ারি মাসের পর্যালোচনায় বলা হয়েছে, দেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে