সারাদেশ ২ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:০২

সাংবাদিককে মারধর, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাংবাদিক কামাল হোসেনকে গাছে বেঁধে মারধরের ঘটনায় চার বালু পাথর খেকোকে আটক করেছে পুলিশ গতকাল সোমবার গভীর রাতে তাদের আটক করা হয় তবে রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটির কোনো মামলা হয়নি

আটকরা হলেন- উপজেলার যাদুকাটা নদীর পাড়ের ঘাগটিয়া গ্রামের শামছু মিয়ার ছেলে ফয়সাল আহমদ (১৯), মো. শাহনুর মিয়ার ছেলে আনহারুল (২০), সাবিরুল ইসলামের ছেলে তাহির হোসেন (২০) গোলাম হোসেনের ছেলে মাসবিবুল (২৬)

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর বিশ্বাস জানিয়েছেন, পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে আহত সাংবাদিকের পরিবারের সঙ্গে পুলিশের পক্ষ থেকে কথা হয়েছে, তারা মামলা লিখে নিয়ে আসছেন বলে জানিয়েছে

সাংবাদিককে মারধরের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জ শহরে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে রিপোর্টার্স ইউনিটি সংগঠনের সভাপতি বিন্দু তালুকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সাংবাদিক নেতা পঙ্কজ দে, বোরহান উদ্দিন, দেওয়ান গিয়াস, এআর জুয়েল, কুলেন্দু শেখর দাস প্রমুখ

সোমবার দুপুরে তাহিরপুরের যাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ছবি তুলতে গেলে সাংবাদিক কামাল হোসেনকে গাছে বেঁধে বেধরক মারধর করেন বালু পাথর খেকোরা আশঙ্কাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে

কামাল হোসেন দৈনিক সংবাদ সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি তাহিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক