সারাদেশ ১ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৩৭

যেভাবে গ্রেফতার হলো আনসার আল ইসলামের ৪ সদস্য

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন, ভাটারা থানা এবং শেরপুর জেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনআনসার আল ইসলামএর এক নারীসহ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ্যাব-

তারা হলেন- কুষ্টিয়ার মো. আব্দুল ওহাব ওরফে সিরাতুল মুস্তাকিম ওরফে হামজা বিন মুতালিব (৩০) মোছা. ঝুমুর খাতুন ওরফে রোকাইয়া ওরফে হাজ্জাজ বিন মুতালিব (১৮), গোপালগঞ্জের মো. বেলাল হোসাইন ওরফে খোরশানের মুজাহিদ ওরফে খোরশানের কালো পতাকা বাহিনী (২২) এবং শেরপুরের মো. নাজমুল (১৭)

আজ সোমবার ্যাবে- এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে ্যাব জানায়, আগে গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ্যাবের একটি আভিযানিক দল ঢাকার পল্টন, ভাটারা এবং শেরপুরে অভিযান চালিয়ে তাদের আটক করেন সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১টি উগ্রবাদী বই, ২১টি লিফলেট, ১৬৭টি জঙ্গিবাদী কথোপকথনের প্রমাণাদি জব্দ করা হয়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনআনসার আল ইসলামএর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অন্যান্য সহচরদের গ্রেফতারে ্যাব এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে