খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ষাটঘর গ্রামে গত ২৮ জানুয়ারী দিবাগত রাতে দুর্বৃত্তদের আগুনে গরিব অসহায় বৃদ্ধ শাহাজাহান মুসল্লীর ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এ ঘটনায় শাহাজাহান মুসল্লীর ছেলে বনি আমিন বাদী হয়ে চারজনকে আসামী করে গুইমারা থানায় মামলা দায়ের করেন।
আজ রোববার দুপুরে গুইমারার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তপুর্বক ঘটনার সাথে জড়িত স্থানীয় মোকলেছ মিয়া ও জাকির হোসেন নামে দুজনকে আটক করে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরণ করেছেন। আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে অসহায় ওই পরিবারের এমন ধারনা করছেন স্থানীয়রা। তবে পরিবারের দাবি আরোও বেশী।
এর আগে মোকলেচসহ চারজন মিলে বৃদ্ধ শাহাজাহান মুসল্লীর ছোট ছেলেকে ট্রলি চালক বনি আমিনকে জালিয়াপাড়া বাজারে বেশ মারধর করার অভিযোগ রয়েছে।
গুইমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গুইমারা থানার চারজন আসামীর মধ্যে দুজন আটক হয়েছে। তাদের খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ২, তারিখ ৩০জানুয়ারী।




















