নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে মিম (১৬) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে তার বান্ধবীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান এ তথ্য জানান।
আব্দুল খান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। মৃতদেহের গলায় কালো দাগ রয়েছে। তবে এটা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে, মৃতের বান্ধবী হ্যাপি পুলিশকে জানিয়েছেন, মিমসহ তারা বেশ কয়েকজন শাহবাগ এলাকায় হেঁটে হেঁটে ফুল বিক্রি করেন। মিম কামরাঙ্গীচরের ঝাউচর এলাকায় থাকে। তার মা’র নাম সুন্দরী বেগম।




















