ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অনার্স ও মাস্টার্স পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপাচার্য ড. শেখ আবদুস সালাম।
আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আইন বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন।
পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. সালাম আইন বিভাগের সভাপতির কার্যালয়ে আইন বিভাগের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. আব্দুল করিম খান, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, সহকারী অধ্যাপক আরমিন খাতুন, সাজ্জাদুর রহমান টিটু ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারঃ) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এদিকে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, ব্যবস্থাপনা, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, আইন, আরবী ভাষা ও সাহিত্য, আল-ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগসহ সকল বিভাগের পরীক্ষা চলমান রয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ইউজিসি’র নির্দেশনা অনুযায়ী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সকল বিভাগের অনার্স ও মাস্টার্সের বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা চলমান রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ।




















