সারাদেশ ২৯ জানুয়ারি, ২০২১ ১০:০৮

গাজীপুরে শীতার্তদের পাশে যুবলীগ

ডেস্ক রিপোর্ট

গাজীপুর যুবলীগের উদ্যোগে নগরীর ১৮ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

মহানগর যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদির মণ্ডল, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য ইকবাল হোসেন মাষ্টার, ১৫ নং ওয়ার্ডের আহবায়ক মনিরুজ্জামান, ৪২ নং ওয়ার্ডের আহবায়ক শাহীনুল ইসলাম, ৩৭ নং ওয়ার্ডের আহবায়ক জহিরুল হক মামুন, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান, বাসন থানা যুবলীগ নেতা আব্দুল হালিম মণ্ডল, রাহাত খান প্রমুখ।

রাসেল সরকার বলেন, দুর্যোগের সময় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা মহামারি শুরু থেকে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগ কর্মহীন মানুষের জন্য উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। মাস্ক বিতরণ করেছে। ধান কাটার মৌসুমে কৃষি শ্রমিকের সংকট দেখা দিলে কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে। বন্যার সময় বন্যায় প্লাবিত এলাকায় উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে শীতের তীব্রতায় যুবলীগ অসহায় শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে। আগামী দিনেও আমরা রাষ্ট্র নায়ক শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংকটে, দুর্যোগ, দুর্বিপাকে মানুষের পাশে থাকবো।