খাগড়াছড়ি প্রতিনিধি
আজ সোমবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।
এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিবার্হী কর্মকর্তা টিটন খীসা, জেলার সিভিল সার্জন নূপুর কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানগন, সাংবাদিক, হস্তান্তরিত বিভাগের উধ্বর্তন কর্মকর্তারা।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত বিভাগে সংশ্লিষ্ট দপ্তরে উধ্বর্তন কর্মকর্তারা শিক্ষা থেকে শুরু করে কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ, ক্রীড়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা, ধর্মীয় ও সামাজিক, দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, সংস্কৃতি,পর্যটন, রাস্তাঘাট নিরাপদ, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা,সংস্থার সহযোগী উন্নয়ন কার্যক্রম বাস্তাবায়নসহ সকল বিভাগের উন্নয়ন কর্মকান্ডের সমন্বয় সাধন করেছে।