সারাদেশ ২৫ জানুয়ারি, ২০২১ ০৩:৪২

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো নীলফামারী পুলিশ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা পুলিশের কল্যান তহবিল থেকে ৩০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার বিকেলে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম পিপিএম)।

লক্ষ্মীচাপ ইউনিয়নের বিট অফিসার এসআই শাহারুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ, পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আমিনুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যাম চরণ রায়, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।