সারাদেশ ১৭ জানুয়ারি, ২০২১ ০১:০৩

চসিকে রেজাউলের প্রতি জাসদের সমর্থন

ডেস্ক রিপোর্ট

জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) চট্টগ্রাম নগর, উত্তর, দক্ষিণ, বান্দরবান, জেলার যৌথ কর্মিসভায় আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর প্রতি সমর্থন দেওয়া হয়েছে মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সম্প্রতি কর্মিসভা অনুষ্ঠিত হয়

এতে জাসদ মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অভীক ওসমান বলেন, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর প্রাক্বালে এর চেতনা ধারণ করার জন্য জাসদ চসিক মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর প্রতি সমর্থন তাকে বিজয়ী করার ঘোষণা দিয়েছে
তিনি নির্বাচন কমিশনকে অহিংস নিরপেক্ষ ভাবে ২৭ জানুয়ারির ভোট পরিচালনার আহ্বান জানান

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, চট্টগ্রামে দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনের বাড়ি দখল ইত্যাদি অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান জাসদ নেতারা

সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, উত্তর জেলা সভাপতি বেলায়েত হোসেন, দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ হোসেন, বান্দরবান সভাপতি সুসময় চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন