সারাদেশ ১৫ জানুয়ারি, ২০২১ ১১:১৪

‘সরকারের ১২ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে’

ডেস্ক রিপোর্ট

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকারের ১২ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। যেদিকে তাকানো যাবে সেদিকেই উন্নয়ন দেখা যাবে। কোভিড-১৯ এর মধ্যেও বাংলাদেশ তিনটি উন্নত দেশের মত প্রবৃদ্ধি অর্জন করেছে।বর্তমান সরকার ৮ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী জুলাই মাস থেকে এর বাস্তবায়ন শুরু হবে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে মুজিবনগরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৪ তলা প্রশাসনিক ও ৫ তলা একা‌ডেমিক নতুন ভবনের উদ্বোধনের প্রাক্কালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের উন্নয়নকল্পে তিনি বলেছেন, মুজিবনগর নতুন করে সাজানো হবে। এজন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার নদী খনন করা হয়েছে। আবারো ত্রিশ কিলোমিটার নদী খনন শুরু করা হবে। মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন, অল্পদিনেই শুরু হবে মুজিবনগর সহিউদ্দীন টেক্সটাইল ইনস্টিটিউট, মুজিবনগর টিটিসি কেন্দ্র, ইতোমধ্যে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় ৭০টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসার বহুতল ভবনের কাজ, ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ১০০ কোটি টাকা ব্যয়ে মুজিবনগর উপজেলায় কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, বাইপাস সড়কের কাজ, ১৫০ মেঘওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, ৩০ কোটি টাকা ব্যয়ে দর্শনা ও ৭০০ কোটি টাকা ব্যয়ে মেহেরপুর কুষ্টিয়া সড়ক যেখানে ১০ কিলোমিটার ফোর লেন রাস্তা তৈরি হবে বলে উল্লেখ করেন।