সারাদেশ ১১ জানুয়ারি, ২০২১ ০৩:১৮

গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখানে ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ সজীব ভূঁইয়া (৩২) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করে উত্তরখান থানার পুলিশ সদস্যরা।

জানা যায়, আটক

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সজীব উত্তরখান বাতুরিয়া এলাকায় নিজ বাসায় গাঁজা চাষ করার পাশাপাশি গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের বাড়িতে অভিযান চালিয়ে এই গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।