সারাদেশ ৫ জানুয়ারি, ২০২১ ১২:৪২

ধর্ষণ ও হত্যার অভিযোগে একজনের ফাঁসি

ডেস্ক রিপোর্ট

আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায়  রাজবাড়ীতে একজনের ফাঁসি দিয়েছেন আদালত। মামলায় আরও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- সায়েদ, আলাল, মহির রনি।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার রায় দেন।

রাজবাড়ীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উমা সেন জানান, ওই মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে প্রধান আসামি একই এলাকার হোসেনের ছেলে সায়েদকে ফাঁসি আলাল, মহির রনি নামে অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৫ মে পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের আট বছরের ওই শিশু বাড়ির পাশে একটি আম বাগানে গেলে তখন ধর্ষণের পর হত্যা করে মাটি চাপা দেওয়া হয় তাকে।

এর দিন পর ২৮ মে কুকুরের টানা হেচরা দেখে মরদেহ শনাক্ত করে এলাকাবাসী। ওই দিনই মেয়েটি বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।