ডেস্ক রিপোর্ট
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রুখে দাঁড়াতে সবাইকে এক থাকতে হবে।
নগরের পঞ্চানন ধাম আশ্রমে ঘাটফরহাদবেগ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রামকে স্থায়ী পূজা মণ্ডপ নির্মাণের জন্য জায়গা প্রদানকারী এবং পূজা পরিষদের সদস্যদের মঙ্গল কামনায় আয়োজিত সমবেত প্রার্থনা শেষে এক সভায় একথা বলেন তিনি।
এ সময় রানা দাশগুপ্ত সব ধর্মের সম্প্রীতি সবসময় যেন বজায় থাকে সেজন্য সবাইকে শান্ত ও সর্তক থাকারও অনুরোধ জানান।
ঘাটফরহাদবেগ পূজা উদযাপন পরিষদকে স্থায়ী পূজা মণ্ডপ নির্মাণের জন্য ইতোমধ্যে ১ হাজার ১৩০ বর্গফুট আকাশ সীমা পর্যন্ত ভূমি এবং ব্যবহারযোগ্য ৮৩০ বর্গফুট ভুমি সংলগ্ন পার্কিং স্পেসসহ মোট ২ হাজার বর্গফুট জায়গা প্রদান করেছে ইউনিটি ভিলেজ।




















