ডেস্ক রিপোর্ট
বছরের প্রথম দিন আজ শুক্রবার ছুটির দিনকে ঘিরে সুন্দরবনে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকেরা লঞ্চসহ নানা ধরনের নৌযানে করে বৃহস্পতিবার সকাল থেকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে।
আজ শুক্রবার সকাল থেকে বনের সবচেয়ে কাছাকাছি এবং আকর্ষণীয় পর্যটন স্পট করমজলে পর্যটকদের ভিড় বাড়তে থাকে।
আজ দুপুর পর্যন্ত করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে দেড় হাজারেরও বেশি পর্যটক এসেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার এ কেন্দ্রে লোক সমাগম হয়েছিল ৫০০ জনের মতো।
থার্টি ফার্স্ট নাইট উদযাপন, নতুন বছরকে বরণ করতে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে এসেছে সুন্দরবনে। সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, কটকা, কচিখালী, নীলকমল, বঙ্গবন্ধুরচর ও দুবলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো বিপুল পর্যটকের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে।
হঠাৎ করে লোকজনের আনাগোনা বাড়ায় তাদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের। পর্যটকদের আগমন বাড়ায় খুশি পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।
তাঁরা বলছেন, বছরের প্রথম দিনে যেমন পর্যটকদের আনাগোনা বেড়েছে, এমন অবস্থা যেন বছরজুড়েই থাকে। তাহলে তাঁরাসহ লাভবান হবে বনবিভাগও।
করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, নতুন বছরের প্রথম দিনে সুন্দরবনে পর্যটকদের আগমন বিগত দিনগুলোর তুলনায় অনেক বেড়েছে। এ ছাড়া থার্টি ফার্স্ট নাইট উদযাপনেও অনেকে সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অবস্থান করছে।




















