নিজস্ব প্রতিবেদক
পাবনায় আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়কে পরিবহন থেকে অতিরিক্ত চাঁদা আদায়, পাবনার যানবাহন ভাঙচুর ও পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
পাবনা জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে পাবনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করাসহ অতিরিক্ত চাঁদা আদায়, পরিবহন চালক ও যাত্রীদের মারধর করার ঘটনাসহ হয়রানির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, শাহজাদপুর পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং সড়ক পরিবহন ফেডারেশনের নেতাদের সাথে কয়েক দফা আলোচনা করেও কোনো সমাধান হয়নি।
পাবনা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান বলেন, সড়ক পথের চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবিতে পাবনা মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ মিলে গত সোমবার ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ে কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এ ধর্মঘটের কারণে পাবনার সঙ্গে দেশের সব জেলার সড়ক পথে যোগাযোগ বন্ধ থাকবে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, পাবনা থেকে দেশের প্রায় ২২টি জেলায় গাড়ি চলাচল করে। ধর্মঘট চলাকালে পাবনা থেকে সব রুটের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাবনার ওপর দিয়ে চলাচলকারী অন্যান্য জেলার যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হবে।


















