সারাদেশ ২৯ ডিসেম্বর, ২০২০ ০৯:২৯

নেত্রকোনায় চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন

জামালপুরে চিকিৎসক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলার চিকিৎসক সমিতির নেতারা

বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে আউটডোর চিকিৎসা শেষে তাৎক্ষণিক ভাবে কর্মসূচি পালন করা হয় নেত্রকোনা মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে জয়নগর আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়

সময় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম মাহবুবুর রহমান, জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান কবীর রিয়াদ, ডা. শফিকুর রহমান, ডা. আব্দুল মোতালেব, ডা. টিপু রায় প্রমুখ

সময় বক্তারা জামালপুরে ডাক্তারদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান অন্যথায় কর্মবিরতিতে যাবেন বলেও ঘোষণা দেন তারা