ডেস্ক রিপোর্ট
শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আগুনে পুড়ে সাহেলা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সালেহা বেগম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী বিশার স্ত্রী। রসুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল করিম দুলা বিষয়টি নিশ্চিত করেন।
রবিউল করিম দুলা জানান, তীব্র শীত নিবারণের জন্য হতদরিদ্র সাহেলা বেগম নিজ বাড়ির আঙিনায় আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ পরনের শাড়িতে সেই আগুন লেগে গিয়ে তার সমস্ত শরীর ঝলসে যায়।
তিনি আরও জানান, পরে স্থানীয়ভাবে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও তাকে বাচাঁনো সম্ভব হয়নি।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবী নেওয়াজ বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।




















