সারাদেশ ২৫ ডিসেম্বর, ২০২০ ০৯:২৪

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন নগরীর তিন সড়ক এলাকায়স্টাইল ক্রাফটস লিমিটেডকারখানার শ্রমিকরা আজ শুকরবার সকাল থেকে ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নেয়

এই কারণে ঘটনাস্থলে রাস্তার উভয় দিকে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় কারখানার সুয়িং অপারেটর শফিকুল বলেন, তাদের গত সেপ্টেম্বর অক্টোবরের ৬৫ শতাংশ বেতন দেওয়া হয়েছে নভেম্বরের বেতন দেওয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা দেননি সর্বশেষ গতকাল বৃহস্পতিবার সকালে বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা সম্ভব হয়নি তাই দুপুর তিনটার দিকে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সুরাহা করতে আলোচনা চলছে ওই কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সুজাউদ্দিন আহমেদ বলেন, টাকার জন্য আমাদের লোক ব্যাংকে গেছে টাকা আনলেই তাদের বেতন দেওয়া হবে

আর শ্রমিকদের দাবি বেতন না পাওয়া পর্যন্ত তারা রাস্তায়ই অবস্থান করবেন নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একাধিক কর্মচারী বলেন, শ্রমিকদের মতো তাদেরও একাধিক মাসের বেতন বকেয়া রয়েছে দেই দিচ্ছি করে তা দিচ্ছে না কর্তৃপক্ষ এছাড়া দুই বছরের বার্ষিক ছুটিও বকেয়া রয়েছে  করোনাভাইরাস মহামারীর সময় বেতন না পেয়ে তাদের ঘর ভাড়া, দোকান বাকি পরিশোধ করতে না পেরে তাদের মানবেতর জীবনযাপন করছেন