সারাদেশ ১ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৫৩

কুড়িগ্রামে সাবেক রাষ্ট্রপতি এরশাদের কুলখানি অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক।।

কুড়িগ্রামে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা, কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ আগস্ট) বাদ জোহর কুড়িগ্রাম ধরলা পাড় শেখ রাসেল শিশু পার্কে জেলা জাতীয় পার্টির আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আতাউর রহমান আতা, হাফেজ আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নবাব আলী, সোহেল সরকার রানা, বিশিষ্ট ঠিকাদার তালাশ মাহমুদ, মাওলানা আব্দুল মান্নান ও জয়নাল আবেদীনসহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলেই মরহুম রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।