সারাদেশ ৩১ আগস্ট, ২০১৯ ১১:০৪

বাসচাপায় মালিবাগে মোটরসাইকেল চালক নিহত

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর মালিবাগে বাসের চাপায় হেমায়েত হোসেন (৩৫) নাম এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক বাসটি জব্দসহ চালক মো. আকিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে মালিবাগ মোড়ে সুপারমার্কেট কাঁচা বাজারের সামনে এই ঘটনা ঘটে। 
ঘটনাস্থল থেকে হেমায়েতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। 

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. ইয়াকুব আলী বলেন, ‘শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে মালিবাগ কাঁচা বাজার সুপারমার্কেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি বাস হেমায়েতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা ঘাতক বাসটি জব্দ করেছি এবং বাসের চালক মো. আকিদুল ইসলামকে আটক করেছি।’
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।  

নিহতের চাচাতো ভাই মতিউর রহমান বলেন, ‘হেমায়েত হোসেন বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার কাজিরহাট গ্রামের মৃত ফিরোজ বেপারীর ছেলে। তিনি স্ত্রীর ও দুই সন্তান নিয়ে রামপুরা টিভি সেন্টারের পাশের গলিতে একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশনের ব্যবসা করেন। এই কারণে আজ (শনিবার) নবাবপুর থেকে কিছু ডেকোরেশনের মালামাল কিনে ফিরছিলেন। এসময় মালিবাগ মোড়ে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।