সারাদেশ ১৭ ডিসেম্বর, ২০২০ ০৭:৪৯

আগামীকাল থেকে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

ডেস্ক রিপোর্ট

আগামীকাল  শুক্রবার (১৮ ডিসেম্বরদেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলের ২০২০-২০২১ মাড়াই মৌসুমের উদ্বোধন হবে

চিনিকল সূত্র জানায়, আখের অভাবে অব্যাহত লোকসান কমাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার তিনটি চিনিকল এলাকার এক লাখ ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হবে জয়পুরহাট চিনিকলে।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকর জানান, গতবারের মতো এবারও আখের মূল্য মিলগেটে প্রতি কুইন্টাল ৩৫০ টাকা এবং বাইরের আখ ক্রয় কেন্দ্রে থেকে ৩৪৩ টাকা দরে আখ ক্রয় করা হবে। -পূর্জি -গ্যাজেটের মাধ্যমে পূর্জি বিতরণ ছাড়াও মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।

এরমধ্যে রয়েছে জয়পুরহাট এলাকার ৬০ হাজার মেট্রিক টন আখ, শ্যাম্পুর চিনিকলের ৫০ হাজার মহিমাগঞ্জ চিনিকলের ৫২ হাজার মেট্রিক টন আখ। চলতি ২০২০-২১ আখ মাড়াই মৌসুমে তিনটি মিল থেকে সংগৃহীত লাখ ৬২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৯২ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে দশমিক ৬০ ভাগ। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৫৮তম মাড়াই মৌসুম। জয়পুরহাট চিনিকলে প্রতিদিন ১৫শমেট্রিক টন আখ মাড়াই করা হবে। এরমধ্যে জয়পুরহাট এলাকার আখ ৫শমেট্রিক টন, শ্যাম্পুর মহিমাগঞ্জ এলাকার ৫শমেট্রিক টন করে মাড়াই করা হবে।

শ্যম্পুর মহিমাগঞ্জ চিনিকল কর্তৃপক্ষ আখ ক্রয় করে ট্রাকের মাধ্যমে জয়পুরহাট চিনিকলে পাঠাবে। সরকারিভাবে এসব আখের মূল্য পরিশোধ করা হবে। ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম বিশেষ করে আখ ক্রয় কেন্দ্রের সংস্কার মেরামতের পাশাপাশি ফ্যক্টারির বিভিন্ন যত্রাংশের মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে।

চিনিকল সূত্র আরও জানায়, ২০২০-২১ মাড়াই মৌসুম উদ্বোধনের দিন চিনিকল চত্বরে এক সুধি সমাবেশ মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। জয়পুরহাট- আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন।