সারাদেশ ৩০ আগস্ট, ২০১৯ ০৭:৪৯

যে কারণে পুলিশকে জুতাপেটা করল তরুণীরা

রাজশাহীতে মাতাল অবস্থায় তরুণীকে উত্ত্যক্ত করার সময় সাব্বির হোসেন (৩০) নামে এক পুলিশ কনস্টেবলকে গণধোলাই ও জুতাপেটা করেছেন ভুক্তভোগী তরুণী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এ গণধোলাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে খবর পেয়ে আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশ।

অভিযুক্ত সাব্বির হোসেন নগর পুলিশের পবা থানায় কর্মরত ছিলেন। এক সময় পরিবার নিয়ে সাব্বির নগরীর ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনার পর দ্রুত তাকে সেখান থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন নগর পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় প্রতিদিনই ওই এলাকায় গিয়ে নারীদের নানাভাবে উত্ত্যক্ত করেন কনস্টেবল সাব্বির। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই এলাকার এক তরুণীকে উত্ত্যক্ত করতে থাকেন সাব্বির। এতে জুতা খুলে কনস্টেবল সাব্বিরকে পেটাতে শুরু করেন তরুণী। এ সময় তার সঙ্গে যোগ দেন বিভিন্ন সময় উত্ত্যক্তের শিকার আরও কয়েক তরুণী। পরে এলাকাবাসীও যুক্ত হয়ে উত্তম-মধ্যম দেয় তাকে।

এ অবস্থায় প্রাণ বাঁচাতে বাসায় ঢুকে পড়েন তিনি। পরে ওই বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে আসে রাজপাড়া থানা পুলিশ। পরে পুলিশ তাকে হেফাজতে নিলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে রাতেই ওই পুলিশ সদস্যের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হতে ডোপ টেস্টের উদ্যোগ নেয় থানা পুলিশ। তবে ওই সময় টেস্টের ব্যবস্থা না থাকায় তা আর সম্ভব হয়নি। পরে কনস্টেবল সাব্বিরকে উদ্ধার করে নিয়ে যান তারা।

এ বিষয়ে রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী খান বলেন, রাতে তার ডোপ টেস্ট করা যায়নি। পরে বিষয়টি নগর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের জানানো হয়েছে। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

অপরদিকে, রাতেই মাদক সেবনের বিষয়টি স্বীকার করে কনস্টেবল সাব্বির হোসেন বলেন, মাঝেমধ্যে একটু আধটু খান। আর নারীদের উত্ত্যক্তের বিষয়টি দুর্ঘটনা বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, শুক্রবার (৩০ আগস্ট) সকাল পর্যন্ত কনস্টেবল সাব্বিরের বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দেননি। কিন্তু যেহেতু একটা অভিযোগ উঠেছে তাই তাকে থানা থেকে রাতেই প্রত্যাহার করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।