সারাদেশ ১৪ ডিসেম্বর, ২০২০ ০৪:১২

ঘন কুয়াশায় বন্ধ বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এতথ্য জানা গেছে।

জানা যায়, কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া পদ্মায় মাঝখানে কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে নৌ চলাচল স্বাভাবিক হবে।