নিজস্ব প্রতিবেদক
আজ রোববারও রাজধানীর ফুলবাড়িয়ায় অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর মূল ভবনের পাশে নকশাবহির্ভূত ও অবৈধভাবে গড়ে ওঠা দুটি চারতলা ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া একটি চারতলা ভবনের আংশিক গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এই মার্কেটে অভিযানের নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। দুপুর ১২টা থেকে এ অভিযান শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চলতে দেখা গেছে।
এদিকে দুপুরে ডিএসসিসির ত্রিমোহনী মোড় থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত ক্যাডেস্ট্রাল সার্ভে অনুযায়ী জিরানি খালের ওপর নির্মিত আটটি কাঠের সেতু ও তিনটি স্টিলের সেতু এবং একটি টিনশেড বাড়ি ভেঙে দেয়া হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ ও তানজিলা কবির ত্রপা।


















