নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাতে সৈয়দপুর ওয়াপদা মোড় ও বসুনিয়ার মোড় এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নুরনবী ওরফে রনি, আনোয়ার হোসেন ও মো. রাজীব হোসেন।
জানা যায়, কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী শাইফী শাবাব পরিবহনের যাত্রীবাহী বাসটি রাতে ওয়াপদা মোড় এলাকায় পৌঁছলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ কেজি গাঁজা উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে রাতেই উপজেলার বসুনিয়ার মোড় এলাকা থেকে অপর আসামি মো. রাজীব হোসেনকে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় দুটি মামলা করা হয়।
সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




















