নিজস্ব প্রতিবেদক
কৃষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছেন স্বাস্থ্য সহকারীরা। আজ শনিবার বেলা ১১ টায় মোক্তারপাড়া প্রেসক্লাব সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা কমিটি আয়োজিত এ মানববন্ধনে জেলা শহরের সকল স্বাস্থ্য সহকারী অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সদর ছাড়াও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এইচ এম রাব্বী, সাধারণ সম্পাদক মুখশেদুর রহমান খান, দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অসীম কুমার চক্রবর্তী, সদস্য সচিব মো. আব্দুল হাই, মুক্তা চৌধুরী প্রমুখ।
ছবি সংগৃহীত


















