নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আসিফ সরদার। তিনি দাউদকান্দি উপজেলার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক। আসন্ন বিটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি গতকাল শুক্রবার বিকেলে কাদিয়ারভাঙ্গা এলাকার নৈয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক ও মতবিনিময় সভা আয়োজন করেন । উক্ত সভায় বিটেশ্বরের বিভিন্ন গ্রামের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। তাঁরা আসিফ সরদারের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় আসিফ সরদার বলেন, আমি বিটেশ্বর দুর্গাপুর সরদার বাড়ির সন্তান। আমার নেতা দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। তাঁর দোয়া এবং সমর্থন নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আশাকরি আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে আমাকে নৌকা প্রতীক দিবেন। তিনি বলেন, বিগত সময়ে বিটেশ্বর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। অধিকাংশ গ্রামের রাস্তাঘাটে কোনও চলাচলের অনুপযোগী। আমি নির্বাচিত হলে জনগণের দুর্ভোগ লাঘব করবো। এজন্য বিটেশ্বর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই আমার পাশে থাকলে ইনশাআল্লাহ বিজয় লাভ করতে পারব। এতে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোস্তাক আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ দুলাল সরদার, নাজির প্রধান, আমি রেশন, হজু মেম্বার,মনির সরদার, ইমন সরদার, আহমেদ সরদার, শহীদ সরদার, রিমন সরদার, সাইফুল ভূঁইয়া, জনি সরদার, সোহেল সরদার, হারুন সরদার, নজরুল প্রধান, মমতাজ মুহুরী, সাজু, জুলহাস প্রধান প্রমুখ।





















