নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় বন্দর থেকে আকলিমা আক্তার নামে এক নারী ছিনতাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আকলিমা হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুর এলাকার শফিকের স্ত্রী।
জানা যায়, ঐতিহাসিক মহাস্থানগড় বন্দরে বগুড়া সদর উপজেলার কাটনার পাড়ার রুবিনা ইয়াসমিন নামের এক নারীর আট আনি সোনার চেইন ছিনতাই করে পালনোর সময় আকলিমাকে হাতেনাতে আটক করে জনতা। খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে ছিনতাই মামলা দায়েরের প্রক্রিয়াধীন।




















