নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ-আনোয়ারা সড়কের বরকল এলাকায় সাংবাদিক পরিচয়ে একটি বেকারিতে চাঁদাবাজির সময় দুজনকে আটক করেছে জনতা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়।
আটক শওকত হোসেন মুন্নার (২৯) বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় এবং মো. সাজ্জাদ হোসেনের (২৩) বাড়ি উপজেলার বৈরাগ এলাকায় বলে জানা গেছে।
বেকারির মালিক শফি বলেন, ‘কিছুদিন আগে হুমকি-ধমকি দিয়ে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যান মুন্না নামের এই ব্যক্তি। নিজেকে একবার সাংবাদিক পরিচয় দেয়, পরে পুলিশের লোক বলে পরিচয় দেয়। আজ বুধবার সন্ধ্যায় এসে আবার এক লাখ টাকা দাবি করে অন্যথায় বেকারি বন্ধ করে দেবে বলে হুমকি দেয়। এমন অবস্থায় আমাদের কথাকাটিতে আশপাশের লোকজন জড়ো হলে সে ক্ষমা চায় আর জীবনে না আসার প্রতিশ্রুতি দিতে থাকে। এর মধ্যে আনোয়ারার ঢাকা বেকারি ও সুইটস মিষ্টি কারখানার মালিক এসে অভিযোগ করেন তাঁর কাছ থেকে চাঁদা নিয়েছে ওই ব্যক্তি।’
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মুন্না আগে সিএনজিচালিত অটোরিকশার লাইনম্যান হিসেবে কাজ করত। ওই কাজটি চলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় কখনো সাংবাদিক, কখনো পুলিশ, কখনো ক্রাইম পেট্রোলের কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছে।
চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল বলেন, শওকত হোসেন মুন্না ও মো. সাজ্জাদ নামে দুজনকে চাঁদাবাজির সময় হাতেনাতে জনতা আটক করে। পরে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




















