নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ সদর উপজেলা বোররচর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শওকত আলী। তিনি উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় এক অনন্য নক্ষত্র। গত ২২শে জুলাই কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি কুচক্রী মহল এলাকা থেকে তার নাম মুছে দিতে উঠেপড়ে লেগেছে।
জানা গেছে, শওকত আলী ১১ বছর পূর্বে প্রতিষ্ঠা করেন "হাজী শওকত আলী উচ্চ বিদ্যালয়"। যেখান থেকে শতশত গরীব শিক্ষার্থী পড়াশোনা করে আলোকিত করেছে পুরো বোররচর গ্রাম। কিন্তু শওকত আলীর নামে গড়ে ওঠা এই স্কুলটির নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে একটি মহল। স্কুলটির নাম পরিবর্তনের জন্য হুমকিও দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, স্কুলের নাম পরিবর্তন কর নয়তো স্কুল গুড়িয়ে ফেলবো। সাধারণ গ্রামবাসী এর প্রতিবাদ করায় তাদেরকেও শারীরিক ভাবে লাঞ্ছিত করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বোররচর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল আজিজ আমাদের কাগজকে জানান, তিনি নিজেও চান এই স্কুলের নাম যেন "হাজী শওকত আলী উচ্চ বিদ্যালয়" নামেই থাকুক।
স্কুলের নাম পরিবর্তন ও হুমকির বিষয়ে তিনি বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধে বাজারের ছেলেপেলের সঙ্গে কথাকাটি ও হট্টোগোল হয়েছে। এ বিষয়ে আমার কোনো হাত নেই। আমার বাসা থেকে স্কুল ৬-৭ কিঃমি দূরে আমি চাইলেও স্কুলের নাম পরিবর্তন করতে পারবো না। আর স্কুলের নাম পরিবর্তনের বিষয়টি আমার এখতিয়ারে নেই।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুলের নাম পরিবর্তন করা নিয়ে একটি মহল হুমকি দিচ্ছে বলে জেনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, প্রয়োজনে স্কুলের নাম পরিবর্তন করা হোক তবুও যেন স্কুলটি স্বাভাবিক ভাবে চলমান থাকে। প্রতিহিংসা এবং রাজনৈতিক অপশক্তির ব্যবহার পরিহার করা উচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, ক্ষমতা পালাবদলের পর রাজনৈতিক মদদপুষ্ট একটি শক্তিশালী মহল বাজার, স্কুলসহ সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। বিদ্যালয়টির শিক্ষকদের মাঝেও এক অনিশ্চয়তা এবং আতঙ্ক বিরাজ করছে। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজমান রয়েছে।




















