ডেস্ক রিপোর্ট
ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে প্লেন ওঠা-নামায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন প্লেনের যাত্রীরা।
সোমবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দু’টি ফ্লাইট এক ঘণ্টা বিলম্বে চলাচল করে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপলব কুমার ঘোষ বলেন, সকালে সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশার কারণে প্লেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে বেলা ১১টার দিকে আকাশের অবস্থা স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়।
প্লেনের যাত্রী শহীদুজ্জামান খান বলেন, নির্ধারিত সময়ে সৈয়দপুর বিমানবন্দরে এসে দেখি বোডিং পাস দেওয়া হচ্ছে না। ফগি ওয়েদারের (কুয়াশা) কারণে রানওয়ে ছিল অন্ধকার।
বিমানবন্দর সূত্র মতে, পর্যবেক্ষণ টাওয়ার থেকে সংকেত না দেওয়ার কারণে ঢাকা থেকে ইউএস-বাংলা, নভোএয়ারের দু’টি ফ্লাইট এক ঘণ্টা বিলম্বে অবতরণ করে। বেলা ১১টার পর কুয়াশা কেটে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) বাড়লে প্লেন চলাচল স্বাভাবিক হয়।




















