ডেস্ক রিপোর্ট
স্ত্রীকে জবাই করে হত্যার পর গলায় ছুরি চালিয়ে ‘আত্মহত্যার’ চেষ্টা করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকায়।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মহসিনা আক্তার (৩০), তার স্বামী শরিফুল আলম (৩৫)। তাদের গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটনের কাশিপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বাসাভাড়া নিয়ে স্বামী-স্ত্রী দুজনে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো।
ধারণা করা হচ্ছে, সকাল ৭টার দিকে ধারালো অস্ত্র দিয়ে মহসিনাকে জবাই করে শরিফুল আলম। পরে শরিফুল নিজেও গলায় ছুরি চালিয়ে ‘আত্মহত্যা’র চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন শরিফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















