সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় আব্দুল আজিজ মোল্যা (৫০) নামে এক দিনমজুরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রাহ্মরাজপুর ইউনিয়নের মোল্যাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ মোল্যা ওই গ্রামের মৃত এনায়েত মোল্যার ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আব্দুল আজিজের বাড়ির পাশে একটি বাগানে তার লাশ মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।




















