আমিনুল ইসলাম।। কুড়িগ্রাম।।
কুড়িগ্রামের এক এসআই মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত সেলিম জাহাঙ্গীর (৩৮) কুড়িগ্রাম পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শহরের আবুল কালাম আজাদের ছেলে তিনি।
কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, “মঙ্গলবার বিকাল ৩টার দিকে জেলা শহরের হাটিরপাড় এলাকায় ভাড়া বাসায় সেলিম তার সরকারি পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন।”
কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক শাহীনুর রহমান সরদার জানান, সেলিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
“তার মাথার ডান দিকে কানের ওপর গুলির চিহ্ন দেখা গেছে।”
সেলিম ২০০৭ সালে পুলিশের চাকরিতে যোগ দেন। কুড়িগ্রামে তিনি চার বছর ধরে কর্মরত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
ঘটনার সময় তার স্ত্রী ও বাবা-মা বাসায় ছিলেন। তবে তারা আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি। পুলিশও তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি।
পুলিশ সুপার বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্তের মাধ্যমে কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


















