সারাদেশ ১ ডিসেম্বর, ২০২০ ০৯:০৭

যৌতুকের লোভ : মৃত্যুদণ্ডে রুবেল

ডেস্ক রিপোর্ট 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রুবেল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যৌতুকের দাবিতে ফাতেমা খাতুন নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তাকে সাজা দেয় আদালত।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুর দেড়টার সময় নাটোরের নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মোহা. ইমদাদুল হক আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করে ক্ষতিপূরণ বাবদ ফাতেমার বাবা-মাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে। নিহত ফাতেমা খাতুন সিরাজগঞ্জ জেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আলী আকবর শেখের মেয়ে।

আসামির আর্থিক সঙ্গতি না থাকলে সম্পদ থেকে অর্থ সংগ্রহ করে ক্ষতিপূরণের টাকা দিতে বলা হয়েছে।

নাটোর জজ কোর্টের নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ( পিপি) অ্যাডভোকেট মো. আনিসুর রহমান তথ্য জানিয়েছেন।