সারাদেশ ১ ডিসেম্বর, ২০২০ ০৭:১১

আজও কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা

ডেস্ক রিপোর্ট

ফেনীতে নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করা হয়। গত ২৬ নভেম্বর থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে আসছেন তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের ফেনী জেলা সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে কর্মবিরতিতে অংশ নেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরাসহ জেলার ৬ টি উপজেলার ১৬০ জন স্বাস্থ্য সহকারী। এতে বন্ধ রয়েছে জরুরি সেবা ও টিকাদান কর্মসূচি।

এসময় আন্দোলনকারীরা জানান, দ্রুত তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।