নিজস্ব সংবাদদাতা
রাজধানীর জুরাইনে ট্রেনে কাটা পড়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি ট্রেনের নিচে পড়ে আমিনুল ইসলাম নামের ১৬ বছর বয়সী ওই কিশোরের মৃত্যু হয় বলে ঢাকা রেলওয়ে থানার ওসি রকিবুল হোসেন জানান।
নিহত আমিনুল একজন বুদ্ধি প্রতিবন্ধী। জুরাইনের বটতলা এলাকায় তাদের বাসা। বাবার নাম সিরাজুল ইসলাম।
স্বজনদের বরাত দিয়ে ওসি রকিবুল বলেন, “শনিবার বাড়ির কাছেই এক আত্মীয়র বাসায় গিয়েছিল আমিনুল। রাতে সে বাসায় ফেরার জন্য ওই আত্মীয়র বাসা থেকে বের হয়। কিন্তু বাসায় না ফেরায় পরিবার খোঁজা শুরু করে। এলাকায় মাইকিংও করা হয়।
“এরইমধ্যে জুরাইনে রেললাইনে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে স্বজনরা সেখানে যান এবং আমিনুলকে শনাক্ত করেন।”
স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রকিবুল।




















