নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আবদুল করিম প্রকাশ রয়েল (৩১) পশ্চিম একলাশপুর গ্রামের রেজাউল হক ধনু মিয়ার ছেলে ও সন্ত্রাসী সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।
পুলিশ জানায়, উত্তরপশ্চিম একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে রয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি কবরস্থানের বাঁশবাগান থেকে একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও তিনটি ছোরা উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার যুগান্তরকে জানান, রয়েলের বিরুদ্ধে জোড়া খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




















