নিজস্ব প্রতিবেদন
নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় প্রায় ২৫টি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
বৃহস্পতিবার রাত ১১টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে টিনসেডের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তবে সরু সড়কের কারণে সেখানে আগুন নেভাতে দ্রুত পদক্ষেপ নিতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সরু সড়কের কারণে সেখানে পানির ট্যাঙ্কগুলো আমরা প্রবেশ করাতে পারিনি। তিনটি ইউনিট কাজ করছে, আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। সেখানে ২৫টির মত আধাপাকা ঘর রয়েছে।




















