নিজস্ব প্রতিবেদন
মাস্ক পরিধান না করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। সকাল ১১ টা থেকে অভিযান চালাচ্ছে র্যাব, সিটি করপোরেশন ও ঢাকা জেলা প্রশাসন। যারা মাস্ক পরছেন না তাদের তিনশো টাকা করে জরিমানা করা হচ্ছে, অনাদায়ে দুই দিনের জেলের বিধান রাখা হয়েছে। নয় দিন ধরে অভিযান চললেও মানুষের মধ্যে এখনো অসচেতনতা দেখা যাচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলছেন,মাস্ক পরার জন্যে প্রথম থেকেই সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।এরপরও অনেকেই অবহেলা করে মাস্ক পরছেন না। যার ফলে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে আটক সহ অর্থদণ্ড দেওয়া হচ্ছে। মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।





















