নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পুঁইছড়ি এলাকায় ওলকচুর ভিতর ইয়াবা পাচারকালে অভিযান চালিয়ে ১৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।
গতকাল সোমবার বিকেলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-রামিছা বেগম (২২), জহুরা বেগম (৫০) ও মো. নাছির (৪০)।গ্রেফতারকৃত তিনজনের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, বাঁশখালী থানাধীন পুঁইছড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশের চোখ ফাঁকি দিতে কৌশল হিসেবে ওলকচুর ভেতর লুকিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদব্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




















