ডেস্ক রিপোর্ট
নাটোরের বড়াইগ্রামে বাড়িতে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আটক বাবু প্রামানিক (৫০) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরআগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ওই কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাবুকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এ ঘটনায় ওই রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আটক বাবু প্রামানিক ওই গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে উপজেলার দিঘইর গ্রামের কৃষক দম্পতি মাঠে রসুন বুনছিলেন। তখন বাড়িতে তাদের কিশোরী কন্যা একাই রান্না করছিল। হঠাৎ প্রতিবেশী বাবু প্রামানিক ওই বাড়িতে ঢুকে রান্না ঘরেই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ওই রাতে কিশোরীর বাবা মোজাম্মল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আটক বাবুকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




















