সারাদেশ ২১ নভেম্বর, ২০২০ ০৩:৩৭

করোনায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া (৬৭) মারা গেছেন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

জানা যায়, সম্প্রতি মো. নুরুজ্জামান মিয়া করোনা পজিটিভ হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে গত ১৬ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি করা হয় দুইদিন আগে সেখানে তার অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় এরপর গতকাল রাতে তিনি মারা যান

এদিকে নুরুজ্জামান মিয়ার মৃত্যুতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী- আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী- আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ শোক জানিয়েছেন

উল্লেখ্য, আজ শনিবার দুপুরে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

ছবি সংগৃহিত