নিজস্ব প্রতিবেদক
‘লাল সবুজের প্রচেষ্টায় সবুজ করবো দেশটা’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা দক্ষিণ জেলা লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আদর্শ সদর উপজেলা বিবির বাজার উচ্চ বিদ্যালয়ে চারা হাতে নিয়ে ধর্ষণবিরোধী শপথ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার কুমিল্লায় এই কর্মসূচি পালিত হয়েছে। এক হাতে গাছের চারা, অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে কুমিল্লা সদরের বিবির বাজার উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ভূঞা। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করেন। এরপর শিক্ষার্থীদের গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, সংগঠনের কুমিল্লা দক্ষিন জেলা শাখার সভাপতি এম আনোয়ার মজুমদার বাঁধন অর্থ সম্পাদক মনির হোসাইন, চৌদ্দগ্রাম শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, সদস্য মেহেদী রাতুল প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল বলেন, তাঁরা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৫৫টি জেলায় গাছের চারা বিতরণ করা হয়েছে।জয় হউক মানবতার জয় হউক লাল সবুজ উন্নয়ন সংঘ।





















