সারাদেশ ১৫ নভেম্বর, ২০২০ ০৬:১৫

চট্টগ্রামে নতুন শনাক্ত ৬৩ জন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৫৪৫ জন। এইদিন চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এদিন নমুনা পরীক্ষা করা হয় ৯৮৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৫৬ জন এবং উপজেলায় সাতজন রয়েছে বলেও জানান তিনি।